মিশর থেকে উড়োজাহাজ ভাড়া : বিমানের পাঁচ কর্মকর্তা কারাগারে

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মিশর থেকে দুটি উড়োজাহাজ ভাড়া নিয়ে রাষ্ট্রের ১ হাজার ১৬৪ কোটি টাকা ‘গচ্চা’ দেওয়ার মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন বিমানের সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার অফিসার (অব.) মো. জাহিদ হোসেন, সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান, প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার (স্ট্রাকচার) শরীফ রুহুল কুদ্দুস ও সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম সিদ্দিক (মো. এসএ সিদ্দিক)। খবর বিডিনিউজের।

গতকাল রোববার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন জানান। তিনি বলেন, বিমানের সাবেক পাঁচ কর্মকর্তা এদিন আদালতে উপস্থিত হলে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৫ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপপরিচালক আনোয়ারুল হক। অভিযোগপত্রে মোট ১৬ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত ২৩ আসামির মধ্যে ১৪ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতে পালানোর সময় স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পরবর্তী নিবন্ধআদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র