ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল। এরই মধ্যে টানা দুই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবালের দল। আজ হোয়াইটওয়াশের পালা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আজ।
এমনিতেই টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটটা খুব একটা ভাল খেলে না বাংলাদেশ দল। তার উপর টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয়রা দুর্দান্ত। তাই এই দুই সিরিজে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতে দেয়নি। তামিমের নেতৃত্বে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচে তো একরকম উড়িয়েই দিয়েছে স্বাগতিকদের। এখন নিজেদের জয়টাকে তিনে নিয়ে যাওয়ার পালা।
এমনিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশটি ওয়ানডে ম্যাচে জিতেছে বাংলাদেশ। আর তামিমের নেতৃত্বে টানা পাঁচটিসহ মোট ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে টাইগাররা। আজ নিজেদের আরো উঁচুতে নিয়ে যাওয়ার পালা। তবে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আজ নিজেদের সেরা একাদশ নামাবে না বাংলাদেশ। সেটা আগেই ঘোষণা করেছে টাইগার কোচ এবং অধিনায়ক। শুধু তাই নয় বাকিদের সুযোগ দিতে প্রয়োজনে তামিম নিজেই একাদশে না থাকার কথা বলেছেন। কারণ বাংলাদেশের খুব কমই সুযোগ হয়ে থাকে রিজার্ভ বেঞ্চ পরখ করার। এবার সেটা করতে চায়। সে হিসেবে আজ সুযোগ মিলতে পারে এনামুল হক বিজয়, পেসার এবাদত হোসেন ও তাসকিন আহমেদের। জায়গা থাকতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতেরও। তাই বলা যায় বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল।
সিরিজের প্রথম ম্যাচে জয়ে বাংলাদেশের পেসারদের কিছুটা ভূমিকা থাকলেও দ্বিতীয় ম্যাচে টাইগার স্পিনারদের সামনে কুপোকাত হয়েছে ক্যারিবীয়রা। দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটাররা। মাত্র ১০৮ রানে অলআউট হয়েছে নিকোলাস পুরানের দল। তাই স্বাগতিকরা অন্তত হোয়াইটওয়াশ এড়াতে লড়বে সেটা নিশ্চিত করে বলাই যায়। তাই একাদশে খুব একটা পরীক্ষা নীরিক্ষা করার সুযোগ নেই তাদের। সেরা একাদশ নিয়ে শেষ ম্যাচটা জিততে লড়বে স্বাগতিকরা। অপরদিকে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। কারণ বোলাররা ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছিল। তাইতো প্রথম ম্যাচে ৬ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেসে খেলে জয় নিয়ে মাঠ চাড়তে পেরেছিল তামিমের দল। তবে আজ কাজটা এতটা সহজ নাও হতে পারে। তাই সব রকমের পরীক্ষা দিতেও প্রস্তুত বাংলাদেশ শিবির। কারণ তাদের লক্ষ্য সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে।