মির্জাপুলে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নগরীর মির্জাপুল এলাকায় পুলিশের ওপর আক্রমণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সালাউদ্দিন। তিনি নগরীর বাকলিয়ার চাকতাই এলাকার বাসিন্দা। থাকেন নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ মে ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামা’আত সদস্যরা মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচার দাবিতে অনুমতি না নিয়ে লাঠিসোঁটা নিয়ে নগরীর মির্জাপুল এলাকায় বিক্ষোভ করে। পুলিশ নিবৃত করার চেষ্টা করলে বিভিন্ন স্থাপনা ও যানবাহনের কাচ ভাঙচুর করা হয় এবং পুলিশের ওপর আক্রমণ করা হয়। এতে পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়।

ওসি মো. সোলাইমান আজাদীকে বলেন, পুলিশের উপর আক্রমণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারভুক্ত আসামি সালাউদ্দিন। তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন আওয়ী লীগ নেতার সাথে সক্ষতা ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

এদিকে গতকাল বিকালে সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে একদল লোককে। এ বিষয়ে ওসি বলেন, স্লোগান যারা দিয়েছেন তাদের দাবি সালাউদ্দিন আওয়ামী লীগের সাথে যুক্ত নন। যাই হোক আমরা তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়। থানা প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান যারা দিয়েছেন পরে পরে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার হাতে নতুন পারমাণবিক অস্ত্র
পরবর্তী নিবন্ধগ্রীষ্মকালীন তরমুজের ফলন হেমন্তে