আইআইইউসির রেজিস্ট্রার, মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের সভাপতি কর্নেল মোহাম্মদ কাসেম (অব.) বলেছেন, শিক্ষার্থীদের কৃতিত্ব শুধু অভিভাবকদের নয় শিক্ষা প্রতিষ্ঠানকে ও গৌরবান্বিত করে। তিনি বলেন, শুধু ভাল ফলাফল নয়, শিক্ষার্থীদের ভাল মানুষ হতে হবে। তিনি সম্প্রতি মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আক্তার আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি নুরুল কবির চৌধুরী কাঞ্চন, সহকারী প্রধান শিক্ষক আজিজ আহমেদ, শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। এতে স্কুলের শিক্ষক, ছাত্র–ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












