মিরসরাই এবং ইস্পাহানি একাডেমির জয়লাভ

রাফি স্মৃতি ক্রিকেট লিগ

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগে মিরসরাই ক্রিকেট একাডেমি এবং ইস্পাহানী ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। দামপাড়া পুলিশ লাইনস্‌ মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মিরসরাই ক্রিকেট একাডেমি ১৪ রানে শাহ গরিবুল্লাহ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে মিরসরাই ক্রিকেট একাডেমি ৯০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ৭৬ রান করতে সক্ষম হয় শাহ গরিবুল্লাহ স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের পক্ষে আব্দুল্লাহ শাহরিয়ার ৩৫ রান করে এবং ইয়াছিন আরাফাত ও ইমরান হোসেন ৪টি করে উইকেট নেয়। শাহ গরিবুল্লাহ ক্রিকেট একাডেমির পক্ষে আফনান চৌধুরী ২৫ রান করে এবং সাইদ মোস্তাইন ও মুহতাসিম ২টি করে উইকেট নেয়। দিনের দ্বিতীয় খেলায় ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৪ উইকেটে চিটাগাং ওয়ারিয়ার্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে চিটাগং ওয়ারিয়রস্‌ স্পোর্টিং ক্লাব নির্ধারিত ওভারে ৯৬ সংগ্রহ করে। জবাবে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বিজয়ী দলের পক্ষে নাইম আহমেদ ২৬ রান করে এবং তাহমুজ ইসলাম ও তানজিন ২টি করে উইকেট নেয়। চিটাগং ওয়ারিয়রস্‌ স্পোর্টিং ক্লাবের পক্ষে মেহেদী হাসান ৩০ রান করে এবং শিহাব ও স্বাধীন ২টি করে উইকেট নেয়। উল্লেখ্য রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগের কোয়ার্টার ফাইনাল খেলা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধনারী ক্রিকেটারদের শ্রীলংকা সফর নিশ্চিত
পরবর্তী নিবন্ধশেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মেডেল ও সনদ বিতরণ সম্পন্ন