মিরপুরে ২ মাদক কারবারিকে পিটিয়ে হত্যা

| রবিবার , ১ জুন, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মিরপুরের দারুস সালামের দ্বীপনগর এলাকায় পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে; যারা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশের ভাষ্য। দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর বিডিনিউজের।

এদের মধ্যে এক যুবকের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম তানভীর, গ্রামের বাড়ি বরিশালের কাজীরহাট এলাকায়। তিনি এর আগের রাতে গাঁজা উদ্ধারের ঘটনার পলাতক আসামি। বাকি একজনের নামপরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

সহকারী কমিশনার বিপুল বলেন, গতকাল (শুক্রবার) ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। এই নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ (শনিবার) দুইজন ওই এলাকায় যায়। তারপর মাদক কারবারিরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দিতে বের হলে গণপিটুনির শিকার হয়।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধমেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ৩২ জনকে জীবিত উদ্ধার