পাকিস্তানের মাটিতে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ দল। ২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে কোন জয় পায়নি বাংলাদেশ। তাই বলা চলে বাংলাদেশের সার্বিক অবস্থা সুবিধার নয়। তবে এবার ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরই এগিয়ে রাখলেন টাইগারদের বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়ের রেশ থাকতেই এবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রোববার শুরু তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। গত বৃহস্পতিবার দেশে ফিরে গতকাল শুক্রবার ঐচ্ছিক অনুশীলনের দিনটি বিশ্রামেই কাটিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার। তবে দুপুরে একা এসে প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং সেশন করেন নাঈম। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সরাসরি বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখার কথা বলেন এই ব্যাটসম্যান। তিনি বলেন অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। তবে পরিসংখ্যান নেই বাংলাদেশের পক্ষে। গত মে–জুন মাসে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের একটিতেও লড়াই করতে পারেনি তারা। এর আগে ২০২১ সালে ঘরের মাঠেও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা।
২০১৬ সালের এশিয়া কাপের পর থেকে আর পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ২০২৩ সালের এশিয়ান গেমসে অবশ্য জিতেছিল তারা। তবে ওই টুর্নামেন্টে কেউই মূল দল নিয়ে অংশগ্রহণ করেনি। ওই জয়সহ পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি। তাই স্বাভাবিকভাবে কৌতূহল জাগে, নিজেদের এগিয়ে রাখার পেছনে নাঈমের ব্যাখ্যা কী। উত্তরে শ্রীলঙ্কা সফরের ইতিবাচক মোমেন্টামের কথা বলেন তিনি। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি বেশিরভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০–২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল। এখন আমাদের বোলাররা ভালো মোমেন্টামে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব। এছাড়া সব ম্যাচ দেশের হোম অব ক্রিকেটে হওয়ায় বাড়তি সুবিধা পাওয়ার আশাই করছেন নাঈম। শ্রীলঙ্কা থেকে যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে এসেছি, এটা ধরে রাখার চেষ্টা করব। আর আমাদের ঘরের মাঠে খেলা। মিরপুরে সাধারণত কী হয় আমরা সবাই জানি। এখনও উইকেট দেখিনি। তবে দলের অবস্থা ভালো আছে। নাঈম বলেন আমি আমার ব্যক্তিগত অনুশীলন করলাম। দলের মোমেন্টাম খুব ভালো আছে।
এটা ধরে রাখার চেষ্টা করব। অতীতে যা হয়েছে তা নিয়ে পড়ে থাকা সুযোগ নেই। যেহেতু ভালো মোমেন্টামে আছি সেটাই ধরে রাখার চেষ্টা করব। শ্রীলংকার বিপক্ষে সিরিজটি আমাদের আত্নবিশ্বাস যোগাবে। কারন আমরা সিরিজটি জিতেছি। আর সেটাও শ্রীলংকার বিপক্ষে প্রথম। কাজেই লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে জয় না পেলেও এবারেও যে পাবনা তেমনতো না।