মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৩:৫১ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রতিবেশী দেশের সেনা—পুলিশদের সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। কিন্তু আমাদের সীমান্ত অরক্ষিত। তাই এখানে মিয়ানমারের সেনা—পুলিশ ও রোহিঙ্গারা ঢুকে পড়ছে। তবে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।’

বৃহস্পতিবার (৩০) মে রাতে কক্সবাজার সার্কিট হাউসে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের অভ্যন্তরে নানা উপদলে বিভক্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রের ঝনঝনানিতে মেতে উঠেছে। তাই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আমরা চাই রোহিঙ্গা ক্যাম্পে রক্তপাত বন্ধ হোক। রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংস্কার করা হবে। যাতে রোহিঙ্গারা প্রয়োজন ছাড়া ক্যাম্পের বাইরে আসতে না পারে।’

মন্ত্রী বলেন, ‘এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে। এখানে সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পার পাবে না। আর রোহিঙ্গাদের চিন্তা করা উচিত, তাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। একদিন তাদের ফিরে যেতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, ট্রেন এসেছে। আগামী ৫ বছর পর কক্সবাজার হবে সুন্দর একটি নগরী। তাই কক্সবাজারে নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ২ কোটি ২৮ লাখ টাকার আইসসহ দুই রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে ৫০ লিটার চোলাই মদসহ ২ নারী গ্রেফতার