আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) এক কৌঁসুলি বলেছেন, তিনি মিয়ানমারের সামরিক জান্তা নেতা মিন অং হ্লায়িংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করবেন। রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের প্রেক্ষিতে এই পরোয়ানা চাওয়া হবে।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নিপীড়ন এবং বিতাড়নের ঘটনায় জেনারেল মিন অং হ্লায়িং এর ওপর অপরাধের দায় বর্তায় সেটি বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ আছে– এ বিষয়টি বিবেচনায় নেওয়া যায় কিনা সে ব্যাপারে এরপর সিদ্ধান্ত নেবেন তিন বিচারকের প্যানেল। তিন বিচারকের সিদ্ধান্ত নেওয়ার কোনও নির্দিষ্ট সময় নির্ধারণ করা নেই। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সাধারণত প্রায় তিন মাস সময় লাগে। খবর বিডিনিউজের।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার এই চেষ্টার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি। আইসিসি কৌসুলির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্তারিত পরিসরে, স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করার পরেই তারা মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছেন। মিয়ানমারের আরও অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হবে।
মিয়ানমারে নিপীড়নের মুখে ৭৩০,০০০ এর বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। জাতিসংঘ তদন্তকারীরা বলছেন, ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়ে মিয়ানমারে এই রোহিঙ্গা নিপীড়ন চালানো হয়েছে। তবে মিয়ানমার জান্তা সরকার গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। সাধারণ মানুষকে নিশানা করা হয়নি বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে বলে দাবি করে এসেছে তারা।
আইসিসি কৌসুলির এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার সরকারের উচ্চ–পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমাদের কার্যালয় এই প্রথম আবেদন করছে। আরও আবেদন করা হবে।