হঠাৎ ডিজেলের দাম বৃদ্ধিতে বিক্ষুব্ধ হয়ে উঠা গণপরিবহন মালিক ও শ্রমিকরা এখন শান্ত। কারণ ঘোষণা অনুযায়ী পরিবহন ভাড়া ২৭ শতাংশ বেড়েছে। যেকারণে পরিবহন ব্যবসা এখন আগের চেয়ে রমরমা। শীলপাটার ঘষাঘষির বলী হল সাধারণ যাত্রীরা। নগরীতে সর্বনিম্ন মিনিবাস ভাড়া ৫ টাকার স্থলে এখন ৮ টাকা। প্রায় ৬০ শতাংশ বেড়েছে উঠানামার ভাড়া। অথচ ডিজেলের তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। উঠানামার ভাড়া অতিরিক্ত বেড়েছে ৩৭ শতাংশ। কার স্বার্থে বাড়ানো হয়েছে এই অতিরিক্ত ৩৭ শতাংশ ভাড়া? যেখানে নগরীর যাত্রীসংখ্যার শতকরা ৬০ ভাগই সর্বনিম্ন ভাড়া বা উঠানামার যাত্রী। এই ৬০ ভাগ যাত্রীর পকেট থেকে কেটে নেওয়া অতিরিক্ত ৩৭ শতাংশ টাকার দায়ভার গ্রহণ করবে কে? সরকার নাকি বিআরটিএ? যার কারণে এখন প্রতিদিনই পরিবহন শ্রমিকদের কাছে হেনস্তা হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাসভাড়া নির্ধারণ করা কর্তৃপক্ষ কি দেখছেন বাসে প্রতিদিনকার সহিংস ঘটনাবলি। সম্পূর্ণ অন্যায়ভাবে জনগণের উপর চাপিয়ে দেয়া হয়েছে এই নতুন সর্বনিম্ন বাস ভাড়া। অথচ ২৩ শতাংশ হারে ডিজেলের তেলের মুল্য বৃদ্ধির অনুপাতে সর্বনিম্ন ভাড়া হওয়া উচিত ছিল ৬ টাকা সেক্ষেত্রে নতুন নির্ধারিত মিনিবাস ভাড়া হল ৮ টাকা। এটা সম্পূর্ণ অযৌক্তিক। তাই নতুন নির্ধারিত মিনিবাসের সর্বনিম্ন ভাড়া পুনর্মূল্যায়ন করে ৮ টাকার স্থলে ২ টাকা কমিয়ে ৬ টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হোক।
শাহ নেওয়াজ,
মধ্যম হালিশহর, চট্টগ্রাম।