মিনহাজ উল কুরআন ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করছে

আলোচনা সভায় বক্তাদের অভিমত

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শান্তি, মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, ধর্মের নামে হানাহানি নয়, মানবাধিকার ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি চর্চার বিকল্প নেই। এ লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক শান্তির দূত হিসেবে স্বীকৃত শাইখ উল ইসলাম ড. আল্লামা মুহাম্মদ তাহির উল ক্বাদরী মিনহাজ উল কুরআন প্রতিষ্ঠা করেছেন। মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মাকসুদ মুহাম্মদ নাসির।

উদ্বোধক ছিলেন সিএমপির (ট্রাফিক দক্ষিণ) উপ পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন। তিনি বলেন, মিনহাজ উল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করছে। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী ও মাওলানা আইয়ুব কাদেরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চবি অধ্যাপক ড. মুহম্মদ জাফর উল্লাহ, অধ্যাপক ড. মুহম্মদ ওসমান মেহেদী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, মিনহাজ উল কুরআন পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজুল হক, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফিন্যান্স ডিরেক্টর মুহাম্মদ মাঈন উদ্দিন, মুফতি শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ চালক তৈরির লক্ষ্যে চালু হলো শাহ এমদাদীয়া ড্রাইভিং স্কুল
পরবর্তী নিবন্ধমাদার্শায় মুনিরীয়া যুব তবলীগের ইছালে ছাওয়াব মাহফিল