মিঠাছরা বাজারে আগুনে পুড়ে গেল দোকান

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মীরসরাই মিঠাছরা বাজারে আগুনে দিদারুল আলম কোয়ালিটি টেইলার্সের সব পুড়ে ছাই হয়ে গেল। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় সে। কষ্টের উপার্জনের ৫ লক্ষ টাকার সেলাই মিশেন কাপড় মুহূর্তেই পুড়ে হয়ে যায়। গত রোববার রাত ১২টায় উপজেলার মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে টেইলার্স দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবর বললে মানুষ আগুন নিভানোর চেষ্টা করে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। নাহলে আরো অনেক দোকান পুড়ে যেত। তবে টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম জানান, কিভাবে আগুন লাগছে কোন ভাবেই বুঝা যাচ্ছেনা। মীরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, স্থানীয় জনগন ও ফায়ার ম্যানের সহযোগিতায় আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদুবাইয়ে বিএনপির বিজয় উৎসবের আলোচনা সভা