বিশিষ্ট লেখিকা রোটারিয়ান মরহুমা জেসমিন খান এবং শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোসলেম খানের সন্তান প্রফেসার ইঞ্জিনিয়ার মিখাইল খান ৪র্থ বারের মত যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলের পাকোইমা নেইবারহুড কাউন্সিলর মেম্বার হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে পাকোইমা সিটির চেয়ারপারসন হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে। নেইবারহুড ছাড়াও তিনি বহু সংগঠনের সঙ্গে জড়িত। প্রেস বিজ্ঞপ্তি।