‘ভাঙা তরী ছেড়া পাল’ গানের মডেল হয়ে সোশাল মিডিয়ায় পরিচিতি পাওয়া সেলিম ফকির ওরফে হেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, তিনি আসলে একাধিক হত্যা মামলার পলাতক আসামি। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। খবর বিডিনিউজের।
প্রাথমিকভাবে র্যাব বলছে, নিজের পরিচয় গোপন করতেই বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাড়ি রাখেন সেলিম। কয়েকটি মিউজিক ভিডিওতে বাউল বেশে হাজির হয়ে তিনি পরিচিতি পান। এর মধ্যে ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানটি বেশ জনপ্রিয়তাও পায়। কমান্ডার আল মঈন বলেন, সেলিম ফকির বিভিন্ন মাজার বা রেলস্টেশনে থাকতেন। যতটুকু আমরা জানতে পেরেছি, সেলিম অন্তত তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বাউলের বেশভূষা নিয়ে বহু বছর ধরে সে নিজেকে আড়াল করে রেখেছে। সেলিম ফকির, হেলাল, হেলাল হোসেন; এরকম বিভিন্ন নাম ব্যবহার করে আসছিলেন পলাতক এই আসামি। তাকে ‘ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার’ হিসেবে বর্ণনা করছেন র্যাব কর্মকর্তারা।
মঈন বলেন, সেলিমের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার মধ্যে অন্তত দুটি উত্তরবঙ্গ এলাকার। কোনো কোনো মামলায় তার সাজাও হয়েছে। তবে কোথা থেকে কীভাবে সেলিমকে গ্রেপ্তার করা হল, তিনি কোন কোন মামলার আসামি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দেয়নি র্যাব। মঈন বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।