বলতে পারো কে?
সবার আগে তিনি কাঁদেন
অসুখ হলে রাত্রি জাগেন
সবার পরে খেতে বসেন।
বলতে পারো কেনো?
এবার তবে শুনো !
“কোর্মা পোলাও খাসি
তোর মুখের হাসি
তাই, রাঁধতে ভালোবাসি”।
সবার শেষে খেয়েও হাসেন
তোমার এঁটো খেয়েই চলেন।
বলতে পারছো “না”?
“ন” সরিয়ে
“ম”’ বসিয়ে
বলো এবার “মা”?