মা

আশফাকুর রহমান বিপ্লব | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

বলতে পারো কে?

সবার আগে তিনি কাঁদেন

অসুখ হলে রাত্রি জাগেন

সবার পরে খেতে বসেন।

বলতে পারো কেনো?

এবার তবে শুনো !

কোর্মা পোলাও খাসি

তোর মুখের হাসি

তাই, রাঁধতে ভালোবাসি”।

সবার শেষে খেয়েও হাসেন

তোমার এঁটো খেয়েই চলেন।

বলতে পারছো “না”?

ন” সরিয়ে

ম”’ বসিয়ে

বলো এবার “মা”?

পূর্ববর্তী নিবন্ধআবদুন নূর সওদাগর ও আলেক্কাছুকাণি রোড সংস্কার বিষয়ে চসিক মেয়র মোহদয়ের দৃষ্টি আকর্ষণ
পরবর্তী নিবন্ধঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা