মা

নেছার আহমেদ খান | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আল্লাহ বান্দাকে আল্লাহ ভালোবেসে পৃথিবীর সমস্ত মানুষকে মায়ের সন্তান বানিয়ে মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং বান্দারা জান্নাতে যাওয়ার জন্য সোজা পথ করে আল্লাহ তায়ালা এই ঘোষণা করে দিলেন। আল্লাহ তায়ালা নারী ও পুরুষ কার মধ্যে যোগ্যতা আছে, সেটা তিনিই জানেন, কিন্তু পুরুষরা সন্তান প্রসবের দায়িত্ব পালনে শারীরিক, মানসিকভাবে অযোগ্য ও ব্যর্থ হবে এবং পুরুষরা সন্তান প্রসবের দায়িত্ব থাকলে, মা জাতি এ মহান মর্যাদার অধিকারী হত না। মা যখন গর্ভরত অবস্থায় থাকে তখন আল্লাহ সন্তানের সুবিধার জন্য সন্তানকে উচু অবস্থায় রাখে কিন্ত মা যখন প্রসবের সময় হয় তখন মা কষ্ট হবে বিধায় আল্লাহ তায়ালা নিজ হাতে মায়ের সুউচ্চ মর্যাদা প্রতিষ্ঠা করা জন্য সন্তানের মাথাকে নিচু অবস্থায় করে দেয়। যাতে সব সন্তানের স্থান মায়ের নিচে আর মা জাতি সবার উপরে, সুতরাং মা জাতিই আল্লাহ বান্দা সৃষ্টির হবার একমাত্র মাধ্যম, বিধায় মানবজাতি শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ মা জাতিকে সুউচ্চ মর্যাদা প্রদান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমাকে আগলে রাখতে হবে
পরবর্তী নিবন্ধমা