মা স্বর্গের তাজা ফুল

রূপক কুমার রক্ষিত | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

সকাল বেলার স্নিগ্ধ আলো

জীবন নদীর কূল,

ভালোবাসার সুবাস ভরা

স্বর্গের তাজা ফুল।

চিরকালের ভালো বন্ধু

তুলনা নাই যার,

সৃষ্টিকর্তার প্রেরিত এক

ভিন্ন উপহার।

মায়ের ছোঁয়ায় প্রাণে জাগায়

অনুভবের স্পন্দন,

সরলতার সুরে বাঁধে

মায়া মমতার বন্ধন ।

প্রকৃতির ন্যায় শুধু দিয়ে যায়

চায় না প্রতিদান,

পরিবারে সুখে দুখে

নিবেদিত প্রাণ।

মহাবিশ্বের অমূল্য ধন

মায়ের মুখের হাসি,

চাঁদমুখ হতে খুশির ধারায়

দোয়া রাশি রাশি।

মা জীবনের প্রথম শিক্ষক

স্বপ্ন গড়ার কারিগর,

মাকে ছাড়া পৃথিবী যেন

অন্ধকার এক কবর।

মায়ের মুখের উষ্ণ হাসি

সফলতার হাতিয়ার,

আলোর পথে এগিয়ে দেয়

ঘুচিয়ে সব আঁধার।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে