আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রেডিও টুডে ও প্রাইম ভিশনের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার সর্বজয়া মা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা বলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মা–বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আমাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে সরিয়ে রাখতে চায়। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মা থাকলে ধন–সম্পদ না থাকলেও চলবে, কিন্তু মা না থাকলে সবকিছু থাকলেও কিছুই থাকে না।
মেয়র আরও বলেন, রাজনীতির কঠিন সময়ে যখন জেল, নির্যাতন, লাঞ্ছনা মোকাবিলা করতে হয়েছে, তখন আমার মা–ই ছিলেন আমার শক্তির উৎস। ২০১৮ সালের নির্বাচনে আমাকে যখন কাশিমপুর কারাগারে নেয়া হয়, তখন আমার মা একাই নির্বাচনী দায়িত্ব সামলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, টি কে গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক, ডায়মন্ড সিমেন্টের উপ–ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এনজিএস সিমেন্টের পরিচালক অভিমন্যু সাহা। স্বাগত বক্তব্য দেন রেডিও টুডে এফ এম ৮৯.৬–এর হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল।
অনুষ্ঠানটি ছিল মা দিবস উপলক্ষে মায়েদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন, যেখানে বক্তারা মা–বাবার প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।