স্মরণে সুবাসিত
সমস্ত বাতাসে মিলে–মিশে
প্রতি ওয়াক্তের ধ্যানে–জ্ঞানে মোনাজাতে
তোমার নাড়িছেঁড়া ধন
মাগো, কাটাই প্রহর কষ্ট ভীষণ সাঁঝ–প্রভাতে।
মধ্যরাতের স্বপ্নে গভীর মগ্নে
স্পষ্ট তুমি! দেখি তোমার বিচরণ
শুধাই মা তোমায়; ছুটে যাই ছুঁতে চাই,
শুধুই শূন্যতা তুমি নেই কোথাও নাই !
একাকী কথা হয়, কোনো কথা মুখে নয়
বুকের ধমনিতে।
মা এখন তোমার আদর বেলার ক্ষণে
হতভাগ্য কন্যা এক পৃথিবীর এই কোণে
সাধ্যি আমার নিলো কেড়ে, দু‘দিনের এ–ভুবন
প্রকৃতির নিয়মে বাঁধা এক কঠিন জীবন।
মাগো, কাটাই প্রহর কষ্ট ভীষণ সাঁঝ–প্রভাতে
চোখ রাখি মা তোমার স্মৃতির জলছবিতে।