চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত ২৪ জুলাই কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডা. এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. মুহাম্মদ গোফরানুল হক। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ।
উপাধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া স্বাগত বক্তব্যে কলেজের ইতিহাস এবং ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের কারিকুলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
এনাটমী বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসমা মোস্তফা ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জেসমীন আবেদীন ও ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহেদা খানম, অভিভাবকদের পক্ষে ফিরোজা খানম, মোহাম্মদ আলী মিয়া, সুমন কান্তি বড়ুয়া, ছাত্রদের পক্ষে মোহাম্মদ আজীজ শরীফ ও ছাত্রীদের পক্ষে জান্নাতুল তাজরি সাবাবা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস– চেয়ারম্যান আবদুল মান্নান রানা, ট্রেজারার ড. মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ নূরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











