মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ত্রিস্মৃতি বিজড়িত মৈত্রীময় বুদ্ধ পূর্ণিমা গতকাল মঙ্গলবার উদযাপন করা হয়। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইসচেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, প্রধান বক্তা ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া।

সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. মোরশেদ হোসাইন, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি মোঃ রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ভাইসচেয়ারম্যান আব্দুল মান্নান রানা, মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাঃ এ.এস.এম. মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অনুপম বড়ুয়া, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রোজিনা হক, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডাঃ আ... মিনহাজুর রহমান, এ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অলক নন্দী, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রজত সংকর রায় বিশ্বাস এবং হাসপাতালের স্টাফ নার্স মিসেস রুমানা বড়ুয়া। হাসপাতালের প্রাক্তন শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ডাঃ অনিক বড়ুয়া এবং ডাঃ সুকন্যা বড়ুয়ার উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছড়াকার নিলুফারুল আলম গুরুতর অসুস্থ
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় দুই বাইক চোর গ্রেপ্তার