ব্রুনাইয়ের হাই কমিশনার হাজী হারিস বিন ওথমান গতকাল শনিবার মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। হাই কমিশনার হাসপাতালে আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। পরবর্তীতে হাই কমিশনার হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে উপস্থাপন করেন (ভারপ্রাপ্ত) প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। হাই কমিশনার বলেন, আমি জেনে খুবই খুশি হয়েছি যে এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান, এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রুনাই সরকার ও দেশের স্বাস্থ্যখাতকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। তিনি বাংলাদেশের সাথে ব্রুনাইয়ের স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারুপ করেন এবং মা ও শিশু হাসপাতালের সাথেও স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা মূলক একটি সমাঝোতা চুক্তি করে যেতে পারে মর্মে মত প্রকাশ করেন। এই বিষয়ে তিনি ব্রুনাই সরকারের পক্ষে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সময় জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আলকাদেরী, মোহাম্মদ ইউসুফ, আবদুল মান্নান রানা, ড. মোহাম্মদ সানাউল্লাহ্, মোহাম্মদ সাগির, হারুন ইউসুফ, জনাব এ. এস. এম জাফর, প্রফেসর এ. এস. এম মোস্তাক আহম্মেদ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ. কে. এম আশরাফুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।