চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও লায়ন ডিসট্রিক্ট ৩১৫/বি৪ এর রিজোন চেয়ারম্যান হেডকোয়ার্টার লায়ন হারুন ইউসুফ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি হুইল চেয়ার অনুদান প্রদান করেন।
এ উপলক্ষ্যে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর ছিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন্স অব চিটাগং প্রেসিডেন্সির সভপতি লায়ন শামিম আকবর ও লায়ন্স কা্লব অব চিটাগং প্রেসিডেন্সির নেতৃবৃন্দ। হাসপাতালের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ, পরিচালক (প্রশাসন) ড. মোঃ নূরুল হক, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানী দাশ প্রমুখ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্সির পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালের জন্য এক লক্ষ টাকা নগদ অনুদান এবং রোগীদের জন্য বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা গভর্নর বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্য সেবায় বৃহত্তর চট্টগ্রামে অসমান্য অবদান রেখে চলেছে। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সবসময় আপনাদের সাথে আছি। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে সহজে সেবা পৌঁছানো যায় সেলক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অক্টোবর সার্ভিস মাস হিসেবে বিশ্বব্যাপি লায়ন্স ক্লাব সমূহ মানবতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। তারই অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিাটগং প্রেসিডেন্সির পক্ষ থেকে অনুদান ও বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রদান করা হয়েছে। কার্যনির্বাহির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন লায়ন্স নেতৃবৃন্দকে তাদের এই অনুদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।