চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিকাল কেয়ারের আয়োজনে মা ও শিশু হাসপাতালের লেকচার গ্যালারিতে সরকারি–বেসরকারি হাসপাতালের ৮০ জন শিশু চিকিৎকদের অংশগ্রহণে দুদিন ব্যাপী শিশু ও নবজাতক ক্রিটিকাল কেয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু ক্রিটিক্যাল কেয়ার বিষয়ক এই কর্মশালা প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আয়োজন করা হয়।
কর্মশালায় ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ দেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়েট্রিক একাডেমিক প্রধান অধ্যাপক ডা. মনির হোসেন, নিউনেটালজির ডেপুটি একাডেমিক কো–অর্ডিনেটর প্রফেসর ডা. মাহফুজা শিরিন, পেডিয়েট্রিক কার্ডিওলজি একাডেমির সেক্রেটারি প্রফেসর ডা. মো. আবদুল্লাহ আল মামুন, পেডিয়েট্রিক কার্ডিয়েক্ট ইনসেপটিক কেয়ার হার্ট ফাউন্ডেশন অ্যান্ড আর আই’র ডা. এম নুরুল আকতার হাসান, সহকারী অধ্যাপক ডা. আকতার হোসেন মাসুদ, সহকারী অধ্যাপক ডা. আবু তালহা, পেডিয়েট্রিক ক্রিটিকাল কেয়ারের কনসালটেন্ট ডা. নুরুন নাহার ও চট্টগ্রাম অ্যাপোলে ইম্পেরিয়াল হাসপাতালের পেডিয়েট্রিক ক্রিটিকাল কেয়ারের এসোসিয়েট কনসালটেন্ট ডা.সাদিয়া আফরিন। শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিদারুল আলমের সভাপতিত্বে কর্মশালার সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র) প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. গুলশান আরা, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ। শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় কো–অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন মা ও শিশু হাসপাতালের পেডিয়েট্রিক আইসিইউর সহকারী অধ্যাপক ডা. মিশু তালুকদার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা। প্রেস বিজ্ঞপ্তি।












