মা ও শিশু হাসপাতালে ওয়ার্ল্ড অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস সপ্তাহ

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে গতকাল রোববার ওয়ার্ল্ড অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস সপ্তাহ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটি প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ও অনারারী ট্রেজারার সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, জেনারেল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, ডা. মাহাদী হাসান রাসেল। মূখ্য আলোচক ছিলেন হাসপাতালের সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডা. রাজিব পাল চৌধুরী। সেমিনারে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক/শিক্ষিকা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ওয়ার্ল্ড অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস সপ্তাহ উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি র‌্যালির আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণা-সাহিত্য-জ্ঞানচর্চায় অনন্য অবদান রেখে চলেছে অমিতাভ
পরবর্তী নিবন্ধআজ ড. আনোয়ারা আলমের ‘শিশির থেকে শবনম’ গ্রন্থের প্রকাশনা উৎসব