মা ও শিশু হাসপাতালে অনুদান প্রদান করলেন অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বিশিষ্ট সমাজ সেবক, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ ও সানশাইন চেরিটিসের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিওনেটলজি বিভাগের জন্য একটি পোর্টেবল এক্সরে মেশিন ক্রয়ের লক্ষ্যে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। গতকাল মঙ্গলবার হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কাছে এই অনুদানের চেক তিনি হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, সদস্য মো. হারুন ইউসুফ, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) সিরাজুন নুর রোজী, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মো. জালাল উদ্দিন, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, সহকারী অধ্যাপক (ডা.) বিবি ফাতেমা জিদনী, হাসপাতালের আজীবন সদস্য তরিকুল ইসলাম তানভিরসহ নিওনেটলজি বিভাগের চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদের সহধর্মীনিও হাসপাতালের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। উল্লেখ্য, সাফিয়া গাজী রহমান দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পাশে আছেন। তিনি বিভিন্ন সময়ে হাসপাতালে অনুদান প্রদান করেছেন। তার পরিবারের একাধিক সদস্যের নামে হাসপাতালে বেড সংরক্ষিত আছে। সভায় সাফিয়া গাজী রহমান ও প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদের সহধর্মীনিকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক অর্থনীতিতে হিসাববিদদের পরিবর্তনশীল ভূমিকা রয়েছে
পরবর্তী নিবন্ধবিপ্লব উদ্যানে গ্রিন পার্কই হবে : মেয়র