বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের সক্ষমতা ও উপযুক্ত পরিবেশ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের আছে কিনা তা গতকাল সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের ৩ সদস্য বিশিষ্ট গঠিত টিম । টিমের সদস্যগণ হলেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, ফৌজদারহাট বিআইটিআইডির মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ডা. মো. শাকিল আহমেদ ও সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের এমও ডিসি ডা. মো. নুরুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, চমাশিহা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোঃ আবু সৈয়দ চৌধুরী, সহকারী অধ্যাপক (শিশু আইসিইউ) ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ।
পরিদর্শক টিম আরটি পিসিআর ল্যাব পরিদর্শন করে ল্যাবের সক্ষমতা ও উপযুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।