চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে ৬ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে গ্র্যান্ট ইন এইড খাতে এই বরাদ্দ দেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট বরাদ্দকৃত ৬ কোটি টাকার প্রথম কিস্তি বাবদ ১ কোটি ৫০ লক্ষ টাকার বরাদ্দপত্র হস্তান্তর করেন।
ড. আনোয়ার হোসেন হাসপাতালের সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। এই বরাদ্দের জন্য মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।