পরিবার পরিকল্পনা ও মা ও শিশু স্বাস্থ্য সেবায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থার (ক্লিনিক) পুরস্কার লাভ করেছে মমতা। গতকাল মঙ্গলবার জাতীয় জনসংখ্যা দিবস উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ পুরস্কার মমতাকে প্রদান করেন।
মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার।
এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ–পরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।