মা আসছে হাসছে কাশ
হাসছে শাপলা শালুক
নতুন জামা পেয়ে খুকুর
খুশিতে ভরে বুক।
মা আসছে বাজছে ঢাক
বাজছে কাঁসা ঘন্টা
চতুর্দিকে সাজের বাহার
ফুরফুরে তাই মনটা।
মা আসছে ভাসছে ঐ
শাদা মেঘের ভেলা
মেঘের সাথে খেলছে যেন
লুকোচুরি খেলা।
শিশিরভেজা ঘাসে
ঝরা শিউলি হাসে
দিঘীর জলে শাপলা শালুক
পাপড়ি মেলে হাসে।