মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মায়ের সঙ্গে অভিমান করে নাদিরা সুলতানা (১৮) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাদিরা ছোট দারোগারহাটের তাহের-মঞ্জুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। গতকাল শুক্রবার বিকাল ৫টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর মিয়াজী বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মৃত আবুল কালামের মেয়ে।
জানা যায়, নাদিরার বাবার মৃত্যুর পর থেকে নাদিরা ও তার ছোট বোনকে নিয়ে তাদের মা একাই থাকেন। মামাদের সহায়তায় চলতো সংসার। ঘটনার দিন নাদিরার মা তার ছোট বোনকে নিয়ে পাশের এলাকায় নিজের বাবার বাড়িতে যান এক অনুষ্ঠানে। সেখানে যাওয়ার পর নাদিরাকে ফোন করে যেতে বলেন তিনি। কিন্তু নাদিরাকে সঙ্গে না নিয়ে যাওয়ায় মায়ের সঙ্গে রাগারাগি হয়। এর কিছুক্ষণ পর আবারও নাদিরার ব্যবহৃত মোবাইলে অনেকবার কল দেন তার মা। কিন্তু ফোন রিসিভ না করায় পাশের বাড়ির এক ব্যক্তির মোবাইলে ফোন দিয়ে নাদিরার সঙ্গে কথা বলতে চায় তার মা। সেই লোক দরজা বন্ধ দেখে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উুঁকি দেয়। এ সময় ঘরের ভিতর নাদিরাকে আড়ার (তীর) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম বলেন, মা-বোনের সাথে মনোমালিণ্যের কারণে নাদিরা আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। সে কিছুটা অভিমানি ছিল। স্থানীয়দের মাধ্যমে নাদিরার মৃত্যুর খবর পেয়ে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মা-মেয়ের মধ্যে মনোমালিণ্যের কারণে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ভারত সফর ও প্রাসঙ্গিক সফলতা
পরবর্তী নিবন্ধকোলাগাঁওয়ে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ’র ওরশ