মায়ের নামেই সন্তানের এন আই ডি ও পাসপোর্ট

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

আমাদের দেশীয় সংস্কৃতিতে পিতার পরিচয়ে সন্তান পরিচিতি লাভ করাটাই স্বাভাবিক, যেকোনো প্রশাসনিক দলিলে কেবল পিতার নাম উল্লেখই জরুরি ছিল। কিন্তু বর্তমানে এনআইডি ও পাসপোর্ট লাভের ক্ষেত্রে কিংবা যে কোনো প্রশাসনিক দলিলেও মায়ের নাম ব্যবহার করা হচ্ছে। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী তানিয়া আমীরের রিটের পক্ষে রায় দেয়। এতে উল্লেখ করা হয়

. সংবিধানের ২৭,২৮,৩১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

. একজন মা তার সন্তানের একক অভিভাবক হতে পারেন। আইনি অভিভাবক হতেও কোনো বাধা নেই।

. সরকারি দলিল, পাসপোর্ট, জন্মসনদে পিতার নাম উল্লেখ করা আবশ্যক নয়। কেবল মায়ের নামেই সন্তান এনআইডি, পাসপোর্ট করাতে পারে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সুরক্ষায় সহজ দুইটি ব্যায়াম
পরবর্তী নিবন্ধছুটির ঘণ্টা