‘মা’– ছোট্ট একটি শব্দ কিন্তু কী বিশাল তার পরিধি! ‘মা’ শব্দটির মাঝে আছে এক অসাধারণ মধুময়তা আর বিশাল শক্তি। হৃদয়ের গহীন থেকে মা শব্দটি যেন কোনো এক বুনো ফুলের সৌরভ ছড়ায় মনে–প্রাণে আর অস্তিত্বে। মা শব্দটি মনে শক্তি জোগায়। তাই তো শিশুরা ভয় পেলে মা বলে চিৎকার করে ওঠে। মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ তেমনই সন্তানের কাছে তার মা–ই সব। মা তার পরম মমতার চাদরের উষ্ণতায় সন্তানকে বড় করে তোলেন। সন্তানের জন্য মা সব ত্যাগ স্বীকার করেন, সব কষ্ট সহ্য করেন হাসিমুখে। শত কষ্টের মাঝেও মা তার সন্তানের গায়ে একফোঁটা আঁচড় লাগতেও দেন না। সন্তানের ভালোবাসাতেই বেঁচে থাকে মা, মমতা আর মাতৃত্বের মহিমায়। না বলা সেই প্রিয় কথাটি– হৃদয়ের গভীর থেকে বলছি ‘মা তোমাকে ভালোবাসি’।












