পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের সদস্য যাদব নাথের সহধর্মিণী মায়া রাণী দেবী (৩৮) গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মায়া রাণী দেবীর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন ইঞ্জি এটিএম সেলিম রেজা, লায়ন দেবাশীষ দাশ প্রমুখ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল পারিবারিক মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












