মাহমুদউল্লাহর আনন্দ ও হতাশার দুটি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মাহমুদউল্লাহ রিয়াদের কয়েকটি ম্যাচের কথা আলাদা করে বলতেই হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে কয়েকটি ম্যাচে যেমন জয়ের নায়ক হয়েছেন, তেমনি কয়েকটি ম্যাচে তিনি ভিলেনও বনেছেন। বিশেষ করে ২০১৬ সালে টিটোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রায় নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া হয়েছিল তার আউটে। যার জন্য তাকে কম সমালোচনাও সইতে হয়নি। একইসঙ্গে নিজে পছন্দের কথা বলতে গিয়ে ২০১৮ সালের নিদহাস ট্রফির ফাইনালে উঠতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের কথা উল্লেখ করেন রিয়াদ। যেখানে তিনি ১৮ বলে ৪৩ রানের ম্যাচজয়ী অপরাজিত একটি ইনিংস খেলেন। শেষ ২ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রান। ওই মুহূর্তে ছক্কা মেরে টাইগারদের জিতিয়েছিলেন মাহমুদউল্লাহ। গতকাল মঙ্গলবার টিটোয়েন্টি থেকে অবসর ঘোষণার দিনে টাইগার এই ব্যাটার সেই দুই ম্যাচের স্মৃতি স্মরণ করেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাহমুদউল্লাহ বলেন, ‘২০১৬ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার জন্য সবচেয়ে হতাশার। খুব সম্ভবত এটা আমার লাইফ চেঞ্জিং মোমেন্টও বলা যায়। এটা আমার জন্য অনেক শিক্ষণীয় ছিল। সেরা মুহূর্ত সম্ভবত নিদাহাস ট্রফি। আমরা যে ম্যাচটা জিতেছিলাম সেটা।’ নিজের টিটোয়েন্টি ক্যারিয়ারে কোনো আক্ষেপ আছে কি না, এমন প্রশ্নে ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘না, আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ নাই। আমার এক ফোঁটাও আক্ষেপ নাই, কারণ বাংলাদেশ দলের হয়ে দীর্ঘদিন খেলা খুবই ভালো ব্যাপার আমার জন্য। আমি যতটুকু খেলেছি টিটোয়েন্টি ফরম্যাটে, সম্ভবত ২০০৭ সালে আমার অভিষেক হয়েছে, আর এখন ২০২৪ সাল, ১৭ বছর। আমি জানি না কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি দলের জন্য। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দলকে সেবা দিতে।’

পূর্ববর্তী নিবন্ধআন্তঃবেপজা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে গ্রীষ্মকালীন হাডুডু প্রতিযোগিতায় ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন