মাস্টার্স কাপে ব্রাদার্স,পাথরঘাটার জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল শনিবার গ্রুপ পর্বের শেষ দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ দুটি খেলায় ব্রাদার্স ইউনিয়ন ও পাথরঘাটা দুর্বার জয়লাভ করে। তবে ব্রাদার্স ইউনিয়ন আগেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে নেয়।

এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৮১ রানে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ব্রাদার্স প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা ১৫৯ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে তারা ৯৭ রান তোলে। দলের হয়ে ওপেনার জিয়াউর রহমান ৪৪ এবং মাসুদ পারভেজ ৪৭ রান করেন। এছাড়া নিয়াজউদ্দিন জকি অপরাজিত ৩০ এবং শাবিবুল আজম ১৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের রাজিব সিরাজী, মশিউর রহমান এবং মাসুদ করিম প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে রাজিব সিরাজী ১৩,আহমেদ মাসুম ১১ এবং বাবলা চৌধুরী ১৯ রান করেন। আর কেউ দ্বিঅংকের ঘরে যেতে পারেননি। ব্রাদার্স ইউনিয়নের মাসুদ পারভেজ ১০ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন পংকজ কান্তি, মোমিনুল হক,নিয়াজউদ্দিন জকি, নাজমুল ওয়াহাব এবং আলী আকবর। এ খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মাসুদ পারভেজ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এবং ইস্পাহানী গ্রুপের ম্যানেজার কর্পোরেট আবদুল্লাহ আল মামুন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় পাথরঘাটা দুর্বার ২ রানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে পাথরঘাটা দুর্বার প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১১২ রান সংগ্রহ করে। দলের বেলাল জনি অপরাজিত থেকে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া জাহিদুল ইসলাম ১৩,নাজমুল আলম ১৫, মো. মাহফুজ ১৬ এবং সালাউদ্দিন ১৪ রান করেন। ফ্রেন্ডস ক্লাবের ডা. অলক নন্দী ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইবনুল হায়দার রিপন,আজিম উদ্দিন,ইদি আমিন এবং আহমেদ রাজিব। ফ্রেন্ডস ক্লাব জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান তুলে থেমে যায়। দলীয় ওপেনার আবদুল আহাদ রিপন ৪৮ বল খেলে অপরাজিত ৪৭ রান করেন। এছাড়া জুবায়ের মো. ইশতিয়াক ও আজিম উদ্দিন ১০ রান করে সংগ্রহ করেন। আহমেদ রাজিব ১১ বল খেলে ১৬ রান তোলেন। পাথরঘাটা দুর্বারের জাহেদুল ইসলাম এবং বেলাল জনি প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইমতিয়াজ আহমেদ এবং দিদারুল করিম সজিব। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী পাথরঘাটা দু্‌র্বারের বেলাল আহমেদ জনি। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতি ফুটবলার এবং বিটিভির ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধতামিমের অপরাজিত ১৬২ রানের পর বাংলাদেশের ইনিংস ঘোষণা