মাস্ক ব্যবহার না করায় বাঁশখালীতে ৩৯ জনকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৬ নভেম্বর পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৩৯ জনকে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয় ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ১৫শ’ টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান শীলকুপের টাইম বাজার, চাম্বল ও নাপোড়া বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক বিহীন খালি মুখে চলাচলকারী ২৭জনকে ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদের মাস্কও দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসুজনের মুখে হেমন্তের গানের কলি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আদালতে ফুলকোর্ট রেভারেন্স