মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীতে করোনা মহামারীর সতর্কতামূলক অংশ হিসেবে মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরীর কোতোয়ালী মোড় এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষ তা মানছেন না। রাস্তায়, বিপনী বিতানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাচল করছেন। এতে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে প্রভাব ফেলছে। এজন্য অভিযান চালিয়ে মাস্ক ছাড়া চলাফেরা করা ৫০ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন শান্তি মানবতার প্রতীক শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধসাইফুর, অর্জুন ও রবিউলের ৫ দিনের রিমান্ড