মাস্ক না পরায় নগরে ৪৫ জনকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরার দায়ে ৪৫ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শিল্পকলা একাডেমি, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড় এবং চকবাজারমোড় এলাকায় চলা এসব পৃথক অভিযানে নেতৃত্ব দেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও নুরজাহান আক্তার। অভিযানে ৪৫ জনের কাছ থেকে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, মাস্ক না পরার দায়ে চকবাজার এলাকায় ও বিপণি কেন্দ্রে অভিযান চালিয়ে ১৩ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগ্রাবাদ এলাকায় একই অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে ৬ মামলায় ৬ জনকে ৬০০ টাকা জরিমানা করেন। এ সময় হকার, পথচারী, ভ্যান চালক, রিকশা চালকদের মাঝে প্রায় ২০০টি মাস্ক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিকারীর গুলিতে প্রাণ গেল স্কুলছাত্রের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে আটক ৯ জেলে ফিরেছে