নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পিবিআই কতৃক চার্জশিট দাখিলের ১ বছর ৭ মাস পর এ চার্জগঠন করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন। আলোচিত এ মামলায় চার্জগঠনের জন্য এর আগে গত ৬ সেপ্টেম্বরসহ মোট ৬টি দিন নির্ধারিত ছিল। কিন্তু আসামি পক্ষের সময়ের আবেদনসহ নানা কারণে তা হয়নি।
আগামী ৩০ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় চার্জশিটভুক্ত ২৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছেন বিচারক। এর মধ্যে মামুন নামের এক আসামি কারাগারে এবং বাকিরা জামিনে আছেন। শুনানির সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন বলেও জানান তিনি।
২০১৭ সালের ৬ অক্টোবর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে ধারালো অস্ত্রের আঘাতে পিটিয়ে হত্যা করা হয়। ফেসবুকে লেখালেখির জেরেই সংগঠিত হয়েছে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় সুদীপ্তের বাবা স্কুল শিক্ষক মেঘনাথ বিশ্বাস একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ তদন্তের পর সংস্থ্যাটি গত বছরের ১ ফেব্রুয়ারি ২৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। যেখানে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমও রয়েছেন। আদালতে দাখিল করা সেই চার্জশিটে বলা হয়েছে, মাসুমের নির্দেশনায় ও পরিকল্পনায় এবং আইনুল কাদের নামের তার একজন সহযোগীর নেতৃত্বে সুদীপ্ত খুন হয়।