মাসিক তরজুমানের মানোন্নয়নে করণীয় শীর্ষক আনজুমান ট্রাস্টের মতবিনিময়

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুখপাত্র, আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নিয়মিত প্রকাশনা ‘মাসিক তরজুমানে’র গুণগত ও অবকাঠামোগত মানোন্নয়ন নিয়ে ১৫ ডিসেম্বর বেলা ১২ টায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতবিনিময় সভা দেওয়ান বাজার দিদার মার্কেটস্থ আনজুমান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা এম. এ মান্নান, জামেয়ার অধ্যক্ষ হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রিজভি, আলআমিন বারীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ ইসমাইল নুমানি, আনজুমান ট্রাস্টের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, সাদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন আলআযহারী, হালিশহরস্থ মাদ্রাসাএ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, জামেয়ার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান, হাফেজ মুহাম্মদ ওসমান গণি, মাওলানা মুহাম্মদ হামেদ রেজ নঈমী, মাওলানা মুহাম্মদ নঈমুল হক নঈমী, আনজুমান রিসার্চ সেন্টারের গবেষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম। সভায় মাসিক তরজুমানের পরিচালনা বোর্ড পুনর্গঠনসহ একটি সম্পাদনা পরিষদ গঠন, লেখক ফোরাম গঠন, পাঠকের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ সংযোজন, অনলাইন সংস্করণ, সুবর্ণ জয়ন্তী উদযাপন, লেখার মানোন্নয়ন, আরবিইংরেজি প্রবন্ধ সংযোজন, নতুন প্রকাশনা বৃদ্ধিকরণসহ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে, সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধমহান বিজয় দিবস উদযাপন