চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমদ বলেছেন, ব্যাংক সাধারণ মানুষের নিকট হতে আমানত সংগ্রহ করে তা বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগ করে দেশের অর্থনীতিতে ভারসাম্য তৈরী করে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে মাসিক চাটগাঁ ডাইজেস্টের ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সুলতান আহমদ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। প্রাক্তন যুগ্ম সচিব ও মাসিক চাটগাঁ ডাইজেস্টের প্রধান সম্পাদক প্রফেসর ড. জয়নাব বেগম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক (ব্যাংকিং) মো. মুজিবুল হক, ইউসেপের চেয়ারম্যান পারভীন মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি কলিম সরওয়ার, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, মাসিক চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক স্বাগত বক্তব্য রাখেন। টিভি সংবাদ পাঠিকা ও ব্যাংকার কোহিনুর আখতার শাকী অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।