মালয়েশিয়া দূতাবাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার

ভিসার জন্য ঘুষ

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ওই দুই কর্মকর্তা কাজ করতেন ইমিগ্রেশন বিভাগে। ঢাকায় মালয়েশিয়া হাই কমিশনে তারা ইমিগ্রেশন অ্যাটাশে অফিসে যুক্ত ছিলেন।

বাংলাদেশের পর্যটক ও কর্মীদের মালয়েশিয়ার ভিসা দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগে ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। খবর বিডিনিউজের।

দুই কর্মকর্তার মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। জিজ্ঞাসাবাদ করার জন্য গত মঙ্গলবার তাদের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে পুত্রাজায়ার ম্যাজিস্ট্রেট আদালত। এ তদন্তের সাথে যুক্ত এক কর্মকর্তার বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস লিখেছে, ওই দুই কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর তাদের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। এরপর তাদের দেশে ডেকে পাঠানো হয় এবং গ্রেপ্তার করা হয়। এ তদন্তের অংশ হিসেবে ওই দুই কর্মকর্তা এবং বেশ কয়েকটি কোম্পানির ২০টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাবরঅস্থাবর সম্পদ ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকির বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে এ মামলায়। চলমান তদন্তের অংশ হিসেবে আরও কাউকে গ্রেপ্তার করার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।

পূর্ববর্তী নিবন্ধঈদে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাদশার টেকের কালভার্ট মেরামতে তোড়জোড়