মালয়েশিয়ায় ক্যাম্প ও চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

যুব হকি বিশ্বকাপ

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

হকির যে কোনো পর্যায়ের বিশ্বকাপে প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুতে বসবে অনূর্ধ্ব২১ বিশ্বকাপ। বাংলাদেশসহ ২৪ দলের বিশ্বকাপের খেলা হবে চেন্নাই ও মাদুরাইয়ে। এই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ যুব দল মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে ৭ দিন। ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবে ২৬ খেলোয়াড়। সেখানে অনুশীলনের পাশাপাশি চারটি ম্যাচও খেলবে। যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন নিয়োগ দিয়েছে শেইগফ্রাইড আইকম্যান নামের ৬৬ বছর বয়সী নেদারল্যান্ডসের এক কোচ। অভিজ্ঞ এই কোচের ওমান, পাকিস্তান ও জাপানের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে। এবার তিনি বাংলাদেশ অনূর্ধ্ব২১ দল নিয়ে কাজ করবেন বিশ্বকাপ সামনে রেখে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে নতুন কোচ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেছেন। এই ডাচ কোচ বলেছেন, ‘বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন। আমরা ইতিমধ্যে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দিক উন্নত করতে কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে লড়াকু মানসিকতা নিয়ে খেলবো। বর্তমানে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ভারসাম্য আনার চেষ্টা করছি।’

পূর্ববর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল
পরবর্তী নিবন্ধহুমকির পরও এশিয়া কাপে থাকছে পাকিস্তান