মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো কাল

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

মেন্টরস চট্টগ্রামের আয়োজনে নগরীর রেডিসন ব্লু বে ভিউ’তে আগামীকাল শুরু হতে যাচ্ছে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫। দিনব্যাপী এই আয়োজনে অংশ নিতে পারবেন আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা। এই এক্সপো প্রোগ্রাম চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপ ও মালয়েশিয়ার শীর্ষস্থানীয় প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিস্তারিত পরামর্শ দেবেন, ভর্তি যোগ্যতা যাচাই করবেন এবং মেলার স্থানেই স্পট এডমিশনের সুযোগ প্রদান করবেন।

এছাড়া, ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপ সুবিধাসহ ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সকল তথ্যও শিক্ষার্থীরা এখান থেকে জানতে পারবেন। মেলায় মেন্টরস চট্টগ্রাম ও ঢাকার অভিজ্ঞ কাউন্সিলররাও উপস্থিত থাকবেন, যারা আগ্রহী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবেন। এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত এবং আগ্রহীদের সময়মতো প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি সাথে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৭১৩২৪৩৪৩২, ০১৬৮৮৪৫৪৫৪৫।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন সমাজের আলোকবর্তিকা
পরবর্তী নিবন্ধজুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড : মাহফুজ