মালিকের অতিরিক্ত জমা বন্ধসহ ৭ দফা দাবি

অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, মালিকের অতিরিক্ত জমা বন্ধ করা, ৪ হাজার নতুন সিএনজি অটোরিকশা গাড়ীর রেজিস্ট্রেশন, বেআইনী রাইড শেয়ারিং বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তিনি ৭দফা বাস্তবায়নের জন্য পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান। চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়নের হালিশহর সিএসডি গোডাউন শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হারুনুর রশীদ উপরোক্ত কথা বলেন। শাখা সভাপতি মো: নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রতন কুমার দাশ, মো: আজাদ, মোজাম্মেল হক রকি, মো: জসিম উদ্দিন, মো: বাচ্ছু, কামরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম নগরীর আয়তন ও জনসংখ্যার তুলনায় সিএনজি গাড়ী অনেক কম তাই ২০১৩ সালের সিদ্ধান্ত মোতাবেক নতুন ৪ হাজার গাড়ী রেজিষ্ট্রেশন দিলে একদিকে বেকারত্ব দূর হবে অন্যদিকে যাত্রীসেবা নিশ্চিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি
পরবর্তী নিবন্ধবাসদ চট্টগ্রাম জেলার স্মরণসভা