পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তালেবানের পক্ষ থেকে এ হুমকি এসেছে। হুমকি দাতার নাম এহসানুল্লাহ এহসান। যিনি নয় বছর আগে মালালাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। ওই সময় এ কারণে তখন তাকে গ্রেপ্তারও করা হয়। এবার অভিযুক্ত ওই তালেবান নতুন করে টুইটারে লিখেছে, প্রথমবার রেহাই পেয়েছ। কিন্তু এরপর আর রেহাই পাবে না। কারণ এবার আর ভুল করব না। তোমাকে নিশ্চয় হত্যা করা হবে।’ এ পোস্ট দেওয়ার পর পরই টুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এ হুমকির পর মালালা ইউসুফজাই তার টুইটারে তাকে হত্যা চেষ্টার অভিযোগে আটক এহসানুল্লাহ এহসান কী করে সরকারের হেফাজত থেকে ছাড়া পেয়েছে তা জানতে চেয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে।