মালয়েশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ চট্টগ্রাম ত্যাগ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ছাড়ার সময় জাহাজটিকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, আগামী ২০ হতে ২৪ মে মালয়েশিয়ার লাইংকাউইতে পাঁচদিন ব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করবে বলে জানিয়ে বিদায়ী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনী জাহাজসমূহ অংশগ্রহণ করবে। ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তাসহ সর্বমোট ২২৯ জন সদস্য এ প্রদর্শনীতে অংশ নেবেন; যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী, প্রশিক্ষণ এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করার লক্ষ্যে মালয়েশিয়া উদ্দেশ্যে যাত্রা করে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদারসহ স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে জানান নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে জাহাজটি আগামী ২৯ মে নৌ ঘাঁটিতে প্রত্যাবর্তন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়ও খোলা
পরবর্তী নিবন্ধবিএসআরএম’র আয়োজনে হয়ে গেল স্থাপত্য সম্মেলন