মার্চ বাঙালির স্মৃতি বিজড়িত ও ইতিহাস সৃষ্টির মাস

উত্তর জেলা আওয়ামী লীগের সভায় এম এ সালাম

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, মার্চ বাঙালি জাতির হাসি কান্না বেদনার অনেক স্মৃতি বিজড়িত এবং ইতিহাস সৃষ্টির মাস। তাই এ মাসের প্রতিটি ঘটনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে।

গতকাল দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভার শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। সভায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন, ২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যাদিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচিসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

এতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আফতাব উদ্দিন, আবুল কাশেম চিশতি, আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য মোহসীন জাহাঙ্গীর, শাহজাহান সিকদার, ডা. মো. মোস্তফা, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তাকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ স ম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, কার্যকরী সদস্য দিদারুল আলম বাবুল, ইফতেখার হোসেন বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার, মো. ইদ্রিচ, ফেরদোস হোসেন আরিফ, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশবে বরাতের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধউখিয়ায় মধ্যরাতে রোহিঙ্গা খুন