মার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মৃত্যু হতে পারে

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, মার্চের মধ্যে কোভিডে ইউরোপে ও এশিয়ার কিছু অংশে আরও সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে। ডব্লিউএইচও ইউরোপ অঞ্চল বলতে যে এলাকাগুলোকে বুঝিয়েছে সেখানকার ৫৩টি দেশে ইতোমধ্যে করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। ২০২২ সালের মার্চের মধ্যে ৪৯টি দেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ) ওপর ‘উচ্চ অথবা প্রবল চাপ’ পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি। খবর বিডিনিউজের।
ইউরোপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রিয়া ফের লকডাউন জারি করেছে। অন্য দেশগুলো নতুন বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে। টিকা দেওয়া পূর্ণ হয়েছে এমনটি বিবেচনা করতে শিগগিরই তাদের নাগরিকদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে পারে ফ্রান্স, জার্মানি ও গ্রিসসহ কয়েকটি দেশ।
কিন্তু ইউরোপের বেশ কয়েকটি দেশে নতুন বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা গেছে। নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করার পর থেকে টানা কয়েক রাত ধরে দাঙ্গা হয়েছে। বাড়তে থাকা সংক্রমণ মোকাবেলায় দেওয়া নতুন বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে।
ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, তাদের হিসাব অনুযায়ী ইউরোপ অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ কোভিড-১৯। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এখানে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা আগামী বসন্তের মধ্যে ২২ লাখ ছাড়িয়ে যাবে বলে চলতি ধারার ভিত্তিতে ধারণা পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইউরোপে কোভিড নিয়ে দাঙ্গা কেন
পরবর্তী নিবন্ধবিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা